আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারীর কান ছিঁড়ে দুল ছিনতাইয়ের সময় গণধোলাই

বিশেষ প্রতিনিধি, সাভার ( ঢাকা):

সাভারে এক নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা। এ ঘটনায় ছিনতাইকারীকে সাভার থানা পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ছিনতাই কারীর গণধোলাই ও আটকের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন। এর আগে গতকাল রাতে সাভারের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার ছিনতাইকারী রতন মানিকগঞ্জ জেলার লালমিয়ার ছেলে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ ও সাভারে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সাভার সিটি সেন্টার, বাসস্ট্যান্ডসহ বাসের যাত্রীদের প্রায়ই স্বর্ণালংকার ছিনতাই করে একটি চক্র। গতকালও এক নারীর কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় রতন নামের এক ছিনতাইকারী। এ সময় ভুক্তভোগী নারীর কান ছিড়ে গেলে তিনি চিৎকার করতে থাকেন। স্থানীয়রা রতনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, রতন নামের একজন ছিনতাইকারীকে জনতা আটকে গণধোলাই দেয়। এ সময় ওই ছিনতাইকারীকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap