সোহেল রানা, পাবনা: পাবনা পাকশী হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙ্গন পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড
পাবনা পাকশী হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙ্গন পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের তত্ববধায়ক প্রকৌশলী কোহিনুর আলম।
দুপুরে হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙ্গন পরিদর্শন শেষে বক্তব্যে বলেন, ভূমিকম্প, মাটির য়সহ যেকোনো আঘাত প্রতিরোধ করে ১শ’ বছর ধরে ঠিকে আছে এই হার্ডিঞ্জ ব্রিজ। খরস্রোতা যতো নদী আছে তার একটি বাংলাদেশের পদ্মা নদী। এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ বেশি থাকায় নদীর বালু চরের পাড় ভাঙছে, তবে এ বালুচর ভাঙলে ব্রিজের কোন ধরনের ক্ষতি হবার সম্ভাবনা নেই। নদীর গভীরতা ও প্রশস্ততা এবং তলদেশে মাটির ধরন এসব কিছুর পরিক্ষা নিরীক্ষা করেই এ নদীর উপর নির্মাণ করা হয়েছে এই হাডিংঞ্জ ব্রিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজা সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা।