আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাব্যশ্রী বঙ্গবন্ধু কবিতা উৎসব-২০২২ অনুষ্ঠিত

সোহেল রানা, পাবনা:

কাব্যশ্রী লেখক চক্র’র আয়োজনে ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কাব্যশ্রী বঙ্গবন্ধু কবিতা উৎসব-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। উৎসব উদযাপন কমিটির আহবায়ক রেহানা সুলতানা শিল্পী ও সদস্য সচিব ফরিদুজ্জামান মিতুল ইব্রাহীম এর ব্যবস্থাপনায় দিনব্যাপী তিনটি পর্বে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কবিতা উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রাবন্ধিক, কথাসাহিত্যিক ও গবেষক কবি মজিদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী। এ পর্বে মোড়ক উন্মোচন করা হয় উৎসব সংকলন: ‘শতবর্ষে শ্রেষ্ঠ মহানায়ক’ ও স্মরণিকা: ‘যোগসূত্র’র। ফরিদুজ্জামান মিতুল ইব্রাহীম এর সভাপতিত্বে ও আসাদ বাবু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমেদ দুলাল, কবি ও গল্পকার আখতার জামান, কবি ও সম্পাদক শফিক আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য কবি ও ছড়াকার আলাউদ্দিন হোসেন। দ্বিতীয় পর্বে দুপুর ৩ টায় আটঘরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাবুল আক্তারের সভাপতিত্বে ও জহুুরা আক্তার ইরা’র সঞ্চালনায় কবিকণ্ঠে কবিতা পাঠ ও আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক মামুন রশিদ, কবি ও গল্পকার লতিফ জোয়ার্দার, কবি ও গল্পকার সুমন শামস্, কবি ও সংগঠক আলমগীর কবির হৃদয় এবং কবি ফয়েজ আহমেদ। তৃতীয় পর্বে বিকাল চারটায় আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে, জহুরা আক্তার ইরা ও আসাদ বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও শিশু সাহিত্যিক আসলাম সানী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি,গল্পকার ও সাবেক সংসদ সদস্য পাঞ্জাব বিশ্বাস, কবি ও গল্পকার এনামুল হক টগর, কবি ও শিল্পী এস এম রাজা। এ বছর চারটি শাখায় চারজন গুণীজনকে “কাব্যশ্রী পুরস্কার-২০২২” প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন: ছোটকাগজ ‘কার্পাস’ সম্পাদনায় শফিক আজিজ, ছোটগল্পে সুমন শামস্, প্রবন্ধে ড. মনসুর আলম, কবিতায় রবিউল ফিরোজ। পুরস্কার প্রাপ্তদের ক্রেষ্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap