সোহেল রানা, পাবনা:
পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বেলা ১১ টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ।
জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ সাহার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সি, প্রচার সম্পাদক আবদুল্লাহ শেখ, সহ-প্রচার সম্পাদক বিপ্লব চৌধুরী, কার্যকরী সদস্য আলতাব হোসেন, শেখ সবুজ, সোহরাব হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মানিক খান; পৌর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল বারী, জাতীয় মহিলা শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক তুরানী বেগম, যুগ্ম আহ্বায়ক চন্দনা আক্তার চাঁদনী, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন, জেলা মাইক্রোবাস-কার সমিতির আ. মতিন, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল হাই, খাইরুল ইসলাম, আবুল হাশেম, আ. কুদ্দুস প্রমূখ।