আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় ৩ মাদক সেবনকারী আটক

সোহেল রানা, পাবনা:

২৯ এপ্রিল রাত ৮/০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন তাড়াশ ভবনের ভিতর থেকে ১। মোঃ নূর আলী (৩০) পিং – মৃত আমির শেখ, ২। মোঃ আনারুল ইসলাম (৩৫) পিং – মোঃ আমজাদ হোসেন ৩। মোঃ শান্ত হোসেন (২২) পিং – মোঃ আব্দুল আলীম সর্ব সাং – গোবিন্দা ৪। শহিদুজ্জামান @ শহীদ (৩০) পিং – মোঃ কামরুজ্জামান সাং – গোলাপবাগ, থানা ও জেলা – পাবনা সর্বমোট = ০৪ (চার) জনকে আটক করা হয়েছে। তাড়াশ ভবনের রায় বাহাদুর গেট তালাবদ্ধ থাকলেও তারা ভিতরে কৌশলে প্রবেশ করে। রাতের অন্ধকারে এরা তাড়াশ ভবনকে মাদক সেবনের আখড়া হিসেবে ব্যবহার করে ।আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ অন্যান্য মামলা আছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap