বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি সভাপতিত্বপাবনা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখার সঞ্চালনায়।বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি রোকেয়া খাতুন, যুগ্ন সাধারন সম্পদক নীহার আফরোজ জলি,সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন,হাসিনা খাতুন সিমা কৃষি সম্পাদক হাসি খাতুন, তথ্য ও গবেষণা সম্পাদক সিনদ্ধা,সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশিদা খাতুন, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদা খাতুন ইনসান, পৌর মহিলা আম্লীগের সভাপতি ও পাবনা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীমা শিরিন সাধারণ সম্পাদক লায়লা শামীম আরা শিখা।
এছাড়াও মরিয়ম, রোজি, মারুফা, রুপা, আনোয়ারা, রিতা সহ পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।