আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেএসএস সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

বাংলা পেপার ডেক্স:

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত টিমের উপর অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন বীর সেনা কর্মকর্তা নিহত হয়। বান্দরবা‌নে রুমা জোনের (২৮ বীর) রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দল, জেএসএস (মূল দ‌লের) সদস্যরা পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা নষ্টের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় আস্তানা করেছে এরকম খবর পেয়ে সন্ত্রাসীদের আটকের উদ্দেশ্যে গেলে এই ঘটনা ঘটে।

এ সময় একজন বীর সেনা অফিসারের মাথায় সন্ত্রাসীদের গুলি লেগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়াও আরো এক সেনা সদস্য আহত হন। গুলি করে পালানোর সময় সেনা সদস্যদের পাল্টা গুলিতে জেএসএসের তিন সদস্য মারা যায়।

বুধবার (২ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমার ব‌থিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তি‌নি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সি‌নিয়র ওয়া‌রেন্ট অ‌ফিসার ছিলেন। আহত সেনা সদস্যের নাম মো. ফি‌রোজ।

 

ত‌বে নিহত ‌জেএসএস সদস্যদের নাম জানা যায়নি।

 

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- রুমায় সেনা সদস্যদের ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া তিন সন্ত্রাসী নিহত হওয়ার তথ্যও এতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত সন্ধ্যায় সেনা কর্মকর্তা হাবিবুর রহমা‌নের নেতৃ‌ত্বে রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থে‌কে একটি বিশেষ টহল দল পাখই পাড়ায় যায়। সেখানে গিয়ে তারা জান‌তে পা‌রেন ব‌থিপাড়া এলাকার আস্তানায় জেএসএস সদস্যরা অবস্থান কর‌ছেন। প‌রে ব‌থিপাড়ায় গে‌লে সেনা সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জেএসএস সন্ত্রাসীরা। সেনা সদস্যরাও পাল্টা গু‌লি চালা‌ন। এ সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সিনিয়র ওয়া‌রেন্ট অফিসার হাবিবুর রহমান। আ‌রেক সেনা সদস্য ফিরোজের পায়েও গুলি লাগে। প‌রে ঘটনাস্থল থে‌কে জেএসএসের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap