আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত

সোহেল রানা, পাবনা:

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ক্যালিকাপুর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাথী গ্রামের মৃত নাজিমুদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৭০) ও তার ছেলে মাহাতাব উদ্দিন (৩৫)।

স্থানীয়রা জানান, ঈশ্বরদীর এক আত্মীয় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সদর উপজেলার দাপুনিয়ার ইসলাম গাথী গ্রামে ফিরছিলেন মা ও ছেলে। পথিমধ্যে দাশুড়িয়া মোড় পার হয়ে ক্যালিকাপুর বাজার পৌঁছার আগে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমতাজ বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথে তারও মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাঝেমধ্যেই এই মোড়ে দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলা বেপরোয়া ট্রাক মানুষের প্রাণ নিচ্ছে। প্রশাসন বেপরোয়া ট্রাকচালকদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার বাংলাপেপার২৪’কে জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap