পাবনায় আরও একজন নিহত হলো নির্বাচনী সহিংসতায়। গত এক সপ্তাহে নির্বাচনী সহিংসতায় এ জেলায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজন। সর্বশেষ নিহতের ঘটনা ঘটেছে আজ বিকেল সাড়ে ৩টায় আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নে রাইপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় উক্ত ইউনিয়নের আসন্ন নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্র চেয়ারম্যান প্রার্থী কে এম শাহীন তার একদল কর্মী সাথে নিয়ে রাইপুর গ্রামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাইমিন হোসেন চঞ্চলের কর্মীদের একটি মোটর সাইকেল বহর সেখানে যায়। মোটর সাইকেল বহরের লোকজন স্বতন্ত্র প্রার্থী শাহীন ও তার লোকজনের উপর হামলা চালায়। এ সময় সেলিম রেজা তাতে বাধা দিলে নৌকা প্রতীকের লোকজনেরা তাকে বেদমভাবে মারপিট করে। এতে সেলিম রেজা গুরুতর আহত হয়। আহত সেলিম রেজাকে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় পাবনা জেনারেল হাসপাতালে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সন্ধায় নিহত সেলিম রেজার লাশ নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনের সমর্থকেরা আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর বাজারে মিছিল করে। এ সময় নিহত সেলিম রেজার মামা ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কে এম শাহীন বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিলো।