আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংঘর্ষে নিহত

পাবনায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০; অশঙ্কাজনক ১

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী মধ্যে সংঘর্ষে নিহত ১ গুলিবিন্ধ হয়েছে ১০ জন হাসপাতালে ভর্তি । এর মধ্যে ২জনে অবস্থা অশঙ্কাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করে কর্তব্যরত ডাক্তার। পথি মধ্যে একজন মৃত্যুবরণ করেন।

আজ, ১১ই ডিসেম্বর শনিবার সকাল ৯টার সময় উপজেলার ভাঁড়ারা চারাবটতলা এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খান সমর্থক ও নৌকা প্রতিকের আবু সাঈদ খান সমর্থকদের মধ্যে অর্তকিত দুই গ্রুপের মধ্যে গুলাগুলি শুরু হলে এসময় প্রায় ১০ জন গুলিবিন্ধ হয়ে আহত হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap