পাবনার জেলা প্রশাসক বিশ্বাস মো. রাসেল হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা’র নেতৃবৃন্দ।
বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা’র নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মঙ্গল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ভৌমিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর কে আকাশ উপস্থিত ছিলেন।