ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে চারদিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। তবে আজ বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং বিসিএপিসি’র সহ-সভাপতি ডা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী হিসেবে রয়েছেন ইবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা, অলিম্পিক পতাকা, প্যারালিম্পিক পতাকা এবং বিসিএ পিসি’র পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সাতক্ষীরা তুফান এবং দুরন্ত লালমনিরহাট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিরা শারীরিকভাবে সক্ষমদের তুলনায় কোনো অংশে কম নয়। শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উজ্জল ইতিহাস রয়েছে। এই ইতিহাসকে উজ্জ্বলতর করতে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন