আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা পাঠশালার

পাবনা পাঠশালার আয়োজনে জুতা-স্যান্ডেল মেরামতকারী দের মাঝে বাক্স বিতরণ

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনা পাঠশালার সহযোগিতায় ১৩ই নভেম্বর সকাল দশটায় পাবনা প্রেসক্লাবের অডিটোরিয়ামে জুতা সেন্ডেল মেরামতকারীর মাঝে বাক্স বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি।

রোটারিয়ান স্বাধীন মজুমদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান এছাড়াও উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবোত্তর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নিহার আফরোজ জলি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠশালার ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খন্দকার, এছাড়া উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি দেওয়ান মাঝারুল ইসলাম মুন্নু তহুরা আজিজ ফাউন্ডেশনের নিবার্হী কর্মকর্তা দেওয়ান মাহবুব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল করিম বাচ্চু, বিশিষ্ট আবৃত্তিকার আসাদ বাবু, বাংলা পেপার ২৪ অনলাইনের পাবনা জেলা প্রতিনিধি, দৈনিক খবর বাংলার স্টাফ রিপোর্টার সোহেল রানা, হিমু পরিবহন পাবনার কর্মকর্তা হাসিবুল ইসলাম লিমন, দৈনিক পাবনার চেতনার সম্পাদক এসএম আদনান উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ১১জন৷ মাঝে নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠশালার সাধারণ সম্পাদক শিশির আহমেদ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap