লিটন মটরস লিমিটেড ও দাদু মটরস এর সৌজন্যে ৯ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় গাছপাড়া এ আর সিমেন্ট মিলের পশ্চিম পাশের মাঠে দুইদিনব্যাপী টাটা গাড়ির বিশাল মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লিটন মটরস এর চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা সদর পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টাটা মটরস লিমিটেডের কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং, লিটন মটরস লিমিটেড (সেলস এন্ড মার্কেটিং) সি, ই, ও মোহাম্মদ তানভীর শহীদ,,লিটন মটরস লিমিটেড এর আঞ্চলিক ডিলার ও দাদু মটরস এর স্বত্বাধিকারী রেজাউল কবির শরীফ,এ আর রিয়েলষ্টেট ও এ আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম রবি, শফিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম মাজেদ,সেভেন স্টার ফিশ প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ইমদাদ হোসেন মধু, বিশিষ্ট ব্যবসায়ী পাবনা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব কামাল হোসেন,সি লাইন পরিবহনের স্বত্বাধিকারী সেলিম হোসেন, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক একরাম হোসেন,, ড্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক শেখ লালু,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না সহ টাটা গাড়ীর অসংখ্যগ্রাহক ও শুভাকাঙ্খী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সেলস এক্সিকিউটিভ আজিম উদ্দিন।