আজ ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আগ্নিকান্ড

ভাঙ্গুড়ায় আগ্নিকান্ড, ক্ষতি ৩৫ লক্ষাধিক টাকা

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে । অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুরবাজারে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে।

খবর পেয়ে পাশ্ববর্তী তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।

জানা যায় , রাত ২ টার দিকে ওই বাজারের হীরার মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তার আগেই আগুনে একটি খৈল- ভুষি ও সার বীজের গোডাউন, একটি মুদি দোকান, একটি ইলেকট্রিক দোকান ও একটি ওষুধের দোকান পুড়ে যায়।

এতে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল মাহমুদ আকন্দ বলেন, আগুনে তাঁর খৈল- ভূষিমাল ও সার বীজের গোডাউনের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap