আজ ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় বিকল্প নাই : আহাদ মোশারফ হোসেন

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোন বিকল্প নাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাই আতাইকুলা ইউনিয়নের আগামী নির্বাচনে যেই নৌকা প্রতীকে মনোনীত হবেন, তার পক্ষে নৌকাকে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে গঙ্গগারামপুর স্কুল মাঠে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুজ্জামান কাজল এর সাধারণ সম্পাদক আতাইকুলা ইউনিয়ন এর চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাওয়াল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল হক টিপু, সহ সভাপতি গোলাম রব্বানী টেগার,সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ হিরোক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাব্লু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান আলী বিশ্বাস, মোঃ আব্দুস সোবহান বিশ্বাস, আতাইকুলা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম বকুল, ইউনিয়ন আওয়ামীলীগের মোঃ সোওকত আলী, বাকি বিল্লাহ, হাফেজ আব্দুস সালাম, আনিসুর রহমান পিনু, হেলাল উদ্দিন প্রমুখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap