আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনশৃঙ্খলা সভা

ঝালকাঠিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ঝালকাঠির নলছিটি উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সনাতন ধর্মের লোক ও সুশীল সমাজের ব্যাক্তিদের নিয়ে এই বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২১ অক্টোবর’২১ সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলার নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চলমান পরিস্থিতির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নলছিটির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন সভাপতি জনারধন দাস, সাধারণ সম্পাদক তপন কুমার দাস, জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, মগড় ইউনিয়নের চেয়াম্যান এনামূল হক শাহীন, নাচন মহল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, নলছিটি থানার অফিসার ইন চার্জ মোঃ আতাউর রহমান প্রমূখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap