দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে জীবন ও জীবিকার অধিকার নিশ্চয়তা বিধানের লক্ষ্যে, খাদ্য-পুষ্টি, ভ্যাকসিন ও কর্মসংস্থান অধিকার বাস্তবায়নের দাবিতে খাদ্য অধিকার বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে সোমবার (১৮’অক্টোবর) সকাল ১১ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেন রুশদি ও সম্পাদক এম এ ছালাম এর নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহন করেন জেলা কমিটির সহ-সভাপতি হাসিনা আকতার রোজী, সদস্য এডভোকেট সাইফুল ইসলাম সুজা, মালা সরকার, মনোয়ারা পারভীন, ভাস্কর চৌধুরী, রফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, সাংবাদিক হাসান আলি, এস পারভেজ, মোহাম্মদ জুবায়ের হোসেন, আবুল কালাম আজাদ, মইনুল ইসলামসহ পাবনায় কর্মরত বিভিন্ন উন্নয়ন সংগঠন, নাগরিক প্রতিনিধি, যুব সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে সংগঠনটির পক্ষ থেকে দশটি সুপারিশমালা নিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।