শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আজ ১১ অক্টোবর ২০২১ইং সোমবার পাথরতলা পাবনার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝ ১৫০টি শাড়ী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠান সঞ্চালন করেন রোটারিয়ান পিপি এম এ জলিল, বিতরণ কমিটির চেয়ার এবং সভাপতিত্ব করেন রোটারিয়ান উত্তম কুমার কুন্ডু, প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পাবনার উপপরিচালক (উপসচিব) জনাব মোঃ মোখলেছুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু মোঃ মোর্শেদ, উপস্থিত সবার মধ্যে বক্তব্য রাখেন মন্দিরের সভাপতি, সেক্রেটারি, ক্লাবের সিনিয়র রোটারিয়ান মোঃ নূরুন্নবী খান হুমু, প্রভাষ চন্দ্র ভদ্র, অচিন্ত কুমার ঘোষ, আই পিপি মোঃ আলতাফ হোসেন, ক্লাব সেক্রেটারি মোঃ সোলায়মান হোসাইন, ক্লাব ট্রেজারার মোঃ জিল্লুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ রাজিবুর রহমান এবং অন্যান্য সদস্য এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।