আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমাজ কল্যাণ

অনন্য সমাজ কল্যাণ সংস্থার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

অদ্য ২৮.০৮.২০২১ ইং তারিখ অনন্য সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়, অনন্য সেন্টার, ঢাকা রোড, শালগাড়ীয়া, পাবনায় সংস্থার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহরিয়ার এবং মিটিং পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন। সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভায় গভর্নিং বডির সম্মানিত সদস্য ও প্রবীন সাংবাদিক এবং পাবনা প্রেস ক্লাবের সদস্য মোফাজ্জল হোসেন ৩০ জুন’২০২১ ইং তারিখ মাথায় রক্ত ক্ষরনে মৃত্যুবরণ করায় সভায় শোক প্রস্তাব পাশ এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সভায় সংস্থার ২০২০-২০২১ ইং অর্থবছরের বাজেটে প্রকৃত আয়-ব্যয় অনুমোদন দেয়া হয় এবং বর্তমান নির্বাহী পরিচালক কর্তৃক তার কার্যকাল সময়ে গৃহীত পদক্ষেপসমূহ অনুমোদন দেওয়া হয়। সংস্থার সংকটকালিন সময়ে নির্বাহী পরিচালক বরনা খাতুন অত্যন্ত দক্ষতায় সাহসী পদক্ষেপ গ্রহনের জন্য সভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া সভায় চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যগন দিক নির্দেশনামুলক আলোচনা করেন এবং সংস্থাকে একটি টেকসই প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে নিয়ে যেতে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap