আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর

জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনা পৌরসভার আয়োজনে পৌরসভা নিজস্ব চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল হক,হিসাব রক্ষক অফিসার শহিদুল ইসলাম,পাবনা পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর হাসিম উজ জামান হাশেম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল হাসান রবিন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম রাজিব, পাবনা পৌরসভার ৪ ৫ ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনোয়ারা রহমান আনু, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী সুজন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পেশ ইমাম মাওলানা ইউনুস আলী ও দক্ষিণ রায়পুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল ওহাব।

আলোচনা ও দোয়া মাহফিলের পূর্বে রাষ্ট্রীয় প্রোগ্রামের অংশহিসেবে জেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধু মরালে পৌর মেয়র নেতৃত্বে পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল পুষ্পস্তবক অর্পণ করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap