আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা।

বুধবার দুপুরে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া চৌরাস্তামোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আবুল হোসেন, আবু সায়েম, ডা. শেখ মো. নুর ইসলাম, হাফিজুর রহমান হৃদয়, মিজানুর রহমান মিজান, এন্তাজুল হক, শামীম হোসেন প্রমূুখ।

বক্তারা বলেন, পৌরসভার মধুরহাইল্যা থেকে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া-রতনপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে দূভোর্গ নিয়ে দীর্ঘদিন থেকে চলাচল করছেন হাজার হাজার মানুষ। সংশ্লিষ্ট দপ্তরসহ জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও সড়কটি পাকা না হওয়ায় বর্তমানে চলাচল অযোগ্য প্রায়। উপজেলা ও জেলা শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কটিতে কৃষিপণ্য পরিবহন, মূমুর্ষ ও প্রসূতি রোগীকে হাসপাতালে নেয়াসহ এলাকার লোকজন যাতায়াতে দূর্ঘটনার শিকার হচ্ছে। অবিলম্বে সড়কটি পাকাকরনের দাবি জানান তারা।

 

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap