আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার সংকটময় মুহুর্তে পথচারী ও অসহায়দের পাশে নেত্রকোণা জেলা ছাত্রলীগ

সোলায়মান হোসাইন রুবেল- নেত্রকোণা প্রতিনিধিঃ

 

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে পুরো দেশ এখন লকডাউন। দেশের এমন সংকটময় সময়ে সাধারণ মানুষ হয়ে পড়েছে অসহায়। সবকিছু বন্ধ থাকায় উপার্জনের অভাবে খাদ্য সংকটে নিম্ন আয়ের মানুষ। সে সাথে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বেড়েছে দূর্ভোগও। এই দূর্যোগময় সময়ে

পথচারী ও ছিন্নমূল মানুষের দাড়িয়েছে নেত্রকোণা জেলা ছাত্রলীগ।

 

আজ বুধবার (৭ জুলাই) বিকেলে জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রবিউল আউয়াল শাওন এর ব্যক্তিগত উদ্যোগে নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া, মসজিদ কোয়ার্টার, দত্ত মার্কেট, মেছুয়া বাজারসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে প্রায় শতাধিক পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক এবং খাবার বিতরণ করেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক এ, জি, এস সুরাপ মিয়া সোহাগ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকীব আহমেদ রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর ফারাস দোদুল, হাসিব ইবনে হান্নান রিদম, গৌরব আহমেদ খান, ইমরুল কাওছার জিসান, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী সাহা, জুয়েল আহম্মদ খান, শুভ সরকার প্রমূখ।

 

মাস্ক ও খাবার বিতরণ কালে ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রবিউল আউয়াল শাওন বলেন, বাংলাদেশে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাকর্মীরা যেভাবে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক তেমনি নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আমার দায়িত্ববোধ থেকে নেত্রকোণা পৌর শহরের পথচারী ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছি করোনা ভাইরাসের এই সংকটময় মুহুর্ত শেষ না হওয়া পর্যন্ত যেনো সমাজের এধরনের মানুষের পাশে থেকে সাধ্যমত সহায়তা করতে পাড়ি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap