আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাব-৪ এর বিশেষ অভিযানে সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের ৭- সদস্য গ্রেপ্তার

আসাদুজ্জামান খাইরুল বিশেষ প্রতিনিধি:

আশুলিয়ার কুণ্ডলবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের সাতজনকে আটক করে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল।

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুন্ডলবাগ এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে, ২৮ -০৪-২০২১ (বুধবার) র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল আশুলিয়া থানাধীন কুন্ডলবাগ এলাকা এবং গাজীপুর সিটিকর্পোরেশন এর কাশিমপুর থানাধীন বাগবাড়ী মিছারবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ০২ টি কাঠের লাঠি, ০২ টি পাটের দড়ি, ০১ টি প্লাস, ০১ টি হেক্সো ব্লেড, ০১ টি স্টিলের টিপ চাকু, ০৫ টি অটোরিক্সা, ০৮ টি মোবাইল এবং নগদ ৯,০৭২/-টাকাসহ ওই ০৭ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করে।

 

র‌্যাব জানায় গ্রেফতারকৃত পটুয়াখালী জেলার মোঃ নান্নু সরদার (৪৩),জয়পুরহাট জেলার মোঃ বাবু আকন্দ (৩০) ময়মনসিংহ জেলার মোঃ রফিক (৩৪), দিনাজপুর জেলার মোঃ আলম (৩০), গোপালগঞ্জ জেলার মোঃ শাহবুল শিকদার (৪৫), ঢাকা জেলার মোঃ সুমন (২৮), মুন্সিগঞ্জ জেলার মোঃ আজাদ (৩৭) তারা সবাই সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃ জেলা ডাকাত চক্রের সাথেও জড়িত এরা দীর্ঘদিন যাবত ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে অটো/অটোরিক্সা/সিএনজি/প্রাইভেটকার ছিনতাই করে আসছিলো।এই চক্রটি আন্তঃ জেলা অটো/অটোরিক্স/সিএনজি চালকসহ সাধারন জনগনের জন্য আতংকের কারণ। তাদের নৃশংসতায় অনেক সময় প্রানহানির মতো ঘটনাও ঘটেছে। এই দুর্ধষ চক্রটি ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারন ও নিরীহ পথচারীদের আটক করে টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটিয়ে আসছিল।

 

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার প্রেসবিজ্ঞপ্তিতে বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ডাকাতি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap