ফজলুল হক, কালিয়াকৈ(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃষক মিলন মিয়ার তিন বিঘা পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। শুক্রবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সাকাশ্বর এলাকায় ওই কৃষকের ধান কেটে দেন তারা।
এসময় গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতা রাকিব হোসেন এর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন, পলাশ কুমার, আরিফ জনি, কাইয়ুম খান, মেহেদী হাসান রায়হান, আমিরুল ইসলাম, শুভ আহমেদ, সজিব হোসেনসহ অধর্-শতাধিক ছাত্রলীগকমর্ী।
গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা রাকিব হোসেন জানান, করোনা মহামারিতে কৃষক সংকটময় সময়ে বাংলাদেশ ছাত্রলীগ সেচ্ছায় ধান কাটার যে কর্মসূচি হাতে নিয়েছে তারই ধারাবাহীকতায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে আমরা গাজীপুর মহানগর ছাত্রলীগ সংকটময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি।
কৃষক মিলন হোসেন জানান, আমি মুগ্ধ যে গাজীপুর মহানগর ছাত্রলীগের কর্মীরা এই করোনায় ধান কাটা সংকটে আমার তিন বিঘা জমির ধান কেটে দিয়েছেন। আমি কৃতজ্ঞ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি।