খোরশেদ আলম, সাভার প্রতিনিধি।
আশুলিয়া তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়, একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগেে।
শিল্পাঞ্চল আশুলিয়ায় এই লকডাউন এর মধ্যে দিনমজুর থেকে শুরু করে রিকশাচালক, ভ্যানচালক তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন স্বেচ্ছায় রক্তদান এই সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় আশুলিয়া বাইপাইল মোড় থেকে শুরু করে, করিম সুপার মার্কেট আজমেরী প্লাজাসহ বেশ কয়েকটি স্হানে তিন শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বন্ধু স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোক্তা তানভীর আহমেদ বলেন, লকডাউনের কারণে তেমন রোজগার না থাকায় বিপাকে পড়েছেন রিকশা ও ভ্যানচালক থেকে শুরু করে অসংখ্য শ্রমজীবী মানুষ। রমজান মাসে ইফতারি নিয়ে রোজাদার এসব শ্রমজীবীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। নিজেদের ব্যক্তিগত অর্থ দিয়ে প্রাথমিকভাবে ৩০০ জনের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছি।
এ কাজে আমাদের সহযোগিতা করেছেন সংগঠনের অন্য সদস্য রাকিব হোসেন, নাঈমুর রহমান দুর্জয়, রায়হান চৌধুরী, তুষার, শেখ রায়হান, মোশারফ হোসেন, সেলিম শেখ, মনির খান, রবিন, ফাহিম, চমক ভূঁইয়াসহ আরও অনেকে