আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে প্রথম দিনে লকডাউন অমান্যকারীদের জরিমানা

সাভার প্রতিনিধি:

 

সারা দেশে লকডাউন শুরু প্রথম দিনে তা কার্যকরের লক্ষ্যে সাভারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘সরকারি নির্দেশনা লকডাউন কার্যকর করতে সকাল থেকেই আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। প্রথম দিনে আমরা লকডাউন অমান্যকারীদের সামান্য জরিমানা করে সতর্ক করছি।

সোমবার সকাল থেকেই সাভার ও হেমায়েতপুর এলাকায় বিভিন্ন মার্কেট, রেস্তরো, পরিবহনে অভিযান চালানো হয়।

আজ হেমায়েতপুর এলাকায় লালন টাওয়ার নামে একটি শপিং কমপ্লেক্স খোলা রাখার কারণে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় নীয়ম না মেনে সকালে সুরুচি রেস্তোরায় লোক বসিয়ে নাস্তা খাওয়ানো হচ্ছিল। এ জন্য রেস্তোরাটিকে সতর্কতামূলক ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা-আরিচা মহাসড়কে শ্যামলি পরিবহনের একটি দূরপাল্লার বাস লোকাল যাত্রী পরিবহন করায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে মাস্ক না পড়ে লকডাউন নির্দেশনা অমান্যকারী চার পথচারীকে ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত আমরা এই অভিযান অব্যাহত রাখব।’

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap