কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে দগ্ধ হয়ে মর্তভান বেওয়া নামে আশির্ধো বয়সের এক বৃদ্ধা মারা গেছেন। এসময় আগুনে পুড়ে দুটি আধাপাকা ঘরসহ ৪টি গরু ও ১টি ছাগল ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার রাত ২টার সময় উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামে আব্দুল মজিদের বাড়িতে এ ঘটনা ঘটে। কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনায় ওই বৃদ্ধা ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি বলে স্বজনরা জানান।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমন মিয়া জানান, ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুন দ্রুত ছড়িয়ে পরায় ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডের ঘটনায় একজন বৃদ্ধা নারীসহ বসতবাড়ী, আসবাবপত্র, ৪টি গরু ও ১টি ছাগলসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও ওসি আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ দশ হাজার টাকা , ২ বস্তা চাল ও শুকনো খাবার প্রদান করেন।