আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশুর লাশ উদ্ধার
শিশুর লাশ উদ্ধার

সাভারের বুড়িগঙ্গা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

এর আগে বিকেলে ভাকুর্তা ইউনিয়নের কোটালীপাড়া এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদহ উদ্ধার করা হয়।

 

আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের খবরে বিকেলে নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের শরীরে কাটা জখমের চিহ্ন রয়েছে। আমরা লাশ পোস্ট মর্টেমের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap