ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কালিয়াকৈর উপজেলার বক্তরপুর এলাকার আয়েশা (৩২) ও একই এলাকার জোবেদা (৩৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি পোশাক তৈরির কারখানা ছুটি হওয়ার পর চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়েকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই দুই নারী শ্রমিক। টাঙ্গাইলগামী একটি ট্রাক পিছন দিক থেকে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।
সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, নিহত দু’জনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।