আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় স্কয়ার ফ্যামিলী
পাবনায় স্কয়ার ফ্যামিলী

উৎসবমুখর পরিবেশে পাবনায় স্কয়ার ফ্যামিলী স্পোর্টস-ডে পালিত

সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পাবনায় পালিত হল স্কয়ার ফ্যামিলী স্পোর্টস ডে।

সকালে স্কয়ারের বিভিন্ন প্লান্ট থেকে স্কয়ার পরিবারের হাজার হাজার সদস্য আনন্দ শোভযাত্রা নিয়ে শহীদ আমিন উদ্দিন ষ্টেডিয়ামে সমবেত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও আরমান অঞ্জন চৌধুরী।

স্কয়ারের পতাকা উত্তোলন করেন স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ। আনুষ্ঠানিক ভাবে এ উৎসবের উদ্বোধন ঘোষনা করেন স্কয়ারের প্রবীনতম সদস্য মো: আকবর আলী।

অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা দেশ বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বেলুন ওড়ানো, পায়রা অবমুক্ত করন ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশসুপার শেখ রফিকুল ইসলাম বিপিএমপিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত), জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, ইউনির্ভাসাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেডের পরিচালক আব্দুল খালেক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস জেনারেল ম্যনেজার মিজানুর রহমান, এজিএম এইচ আর আব্দুল হান্নান, সহ স্কয়ার গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা সদস্যবৃন্দ,ও সাংবাদিকবৃন্দ ।

এ প্রতিযোগিতায় স্কয়ার পরিবারের সদস্য এবংতাদের স্ত্রী, সন্তানসহ সহস্রাধিক প্রতিযোগী ৩৪ টিইভেন্টে অংশ গ্রহন করেন।

স্কয়ারের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী স্কয়ার পরিবারের সদস্যদেও আত্মিক সম্পর্কের সেতু বন্ধন রচনার লক্ষে ২০০১ সালে প্রথম ফ্যামিলী স্পোর্টস ডের আয়োজন করেন।

অনুষ্ঠান শেষেবিজয়ীদেরমাঝেপুরুস্কার বিতরনকরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরসংসদীয়কমিটিরসভাপতিঅ্যাডভোকেটশামসুলহকটুকু এম পি,স্কয়ারগ্রুপেরপরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীপিন্টু।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap