আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

১৬ই ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ১৬ই ডিসেম্বরের মধ্যে রাজাকারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। ২৬শে মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, আরো নয় লক্ষ লোককে আমরা এই মুর্জিব বর্ষে এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে ইনশাআল্লাহ ঘর প্রদান করবো।

 

এর আগে কালিয়াকৈর উপজেলার গৃহহীনদের মধ্যে ৯০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উপজেলা হল রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ঘর ও জমির দলিল হস্তান্তর করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মহসিন, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি আদনান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল প্রমুখ।

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap