সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় যাত্রীবাহী চলমান অবস্থায় বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে পুকুরে পড়ে আনুমানিক ১৫ জন যাত্রী আহত হয়েছে।
আজ সোমবার (১১ জানুয়ারী) দুপুর ২টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের বাংলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোণা সদর স্টেশনের সিনিয়র অফিসার খানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানায়, সোমবার দুপুরে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নেত্রকোণার উদ্দেশ্যে যাচ্ছিল। সদর উপজেলার বাংলা নামক স্থানে পৌঁছলে বাসের সামনের চাকা ব্রাস্ট হয়ে যাত্রীসহ বাসটি পুকুরে পড়ে যায়।
ধারনা করা হচ্ছে এতে আনুমানিক ১৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আমরা ৩ জনকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।