রফিকুল ইসলাম- কুষ্টিয়া প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহুর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
এলাকাবাসী বলেন, জহিরুল ইসলাম জহুর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে সব-সময় আমাদের পাশে পাই। মনোহরদিয়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সহ অন্যান্য ভাতা সুবিধা আমরা বিনামূল্যে পেয়েছি । বিগত সময়ে টাকার বিনিময়ে ভাতা পেতে হতো। বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম জহুর দায়িত্ব গ্রহণের পর যে সকল মানুষ ভাতা সহ চাউলের কার্ড পেয়েছে বিনা পয়সায়। এমনকি ইউনিয়ন চেয়ারম্যান ভাতা বহি সুবিধাভোগীর বাড়িতে পৌঁছে দিয়েছেন ।
মনোহরদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম জহুর বলেন, করোনাকালীন সময়ে আমি জনসচেতনতায় কাজ করাসহ আমার ইউনিয়নের সরকারী বরাদ্দ প্রাপ্য পরিবারের নিকট পৌঁছে দিয়েছি নিজ খরচে। আমার সাধ্যমত আমার ইউনিয়নবাসীকে ব্যাক্তিগতভাবেও সহায়তা করার চেষ্টা করেছি এবং আগামীতে করব।
আমি পুনরায় নির্বাচিত হলে আমার ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড সমাপ্ত করব এবং এই ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করব । মনোহরদিয়া ইউনিয়নকে সম্পূর্ণভাবে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে দল-মত নির্বিশেষে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অংশ হিসেবে একটি সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলব । এলাকার উন্নয়নের যেটুকু বাকী আছে তারই ধারাবাহিকতায় রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট , ধর্মীয় প্রতিষ্ঠানেরসহ উন্নয়নসহ এলাকার ব্যাপক উন্নয়নে ভূমিকা পালন করব। সুবিধাবঞ্চিত গরীব-অসহায় এর নিকট সরকারী সুযোগ-সুবিধা পূর্বের ন্যায় দোড়গোড়ায় পৌঁছে দেব ।
আমি জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। দায়িত্বের প্রতি অবহেলা না করে সরকারীভাবে যে সকল সাহায্য সহযোগিতা পাই সবই বিতরণ করি। এছাড়াও অনেক অবুঝ দরিদ্র মানুষের চাহিদা পুরণ করতে নিজের সাধ্যমত চেষ্টা করি । এলাকার মানুষ আমার কাজে সন্তুষ্ট হলে এই নির্বাচনে পুনরায় তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার নৈতিক দায়িত্ব পালন করবো। যতদিন বাঁচবো ততদিন মানুষের পাশে থাকবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মনোহরদিয়া ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চাই ।