আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্রাক জব্দ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

 

 

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ২৭৪ বোতল বিদেশী ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

 

শনিবার রাতে উপজেলার উত্তর হিজলতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার সিঙ্গীমারী এলাকার শ্রী সুকলাল দাসের ছেলে স্বপন কুমার দাস (৩৫) ও একই উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকার রফিকুল ইসলাম ছেলে ফরহাদ হোসেন (২১)।

 

র‍্যাব-১ সূত্রে জানা গেছে, স্বপন কুমার দাস ও ফরহাদ হোসেন নামে দুই মাদক ব্যবসায়ী শনিবার রাতে ফেনসিডিলের একটি বড় চালান লালমনিরহাট হতে গাজীপুরের দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতেই র‍্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃতে একদল র‍্যাব অভিযান চালায়। অভিযান চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকার শিলা-বৃষ্টি সিএনজি এন্ড ফিলিং স্টেশনের পাশে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এসময় তল্লাসী চালিয়ে ২৭৪ বোতল বিদেশী ফেনসিডিল, নগদ ১ হাজার ৭০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ফেনসিডিল বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

 

র‍্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap