মুহাম্মদ শামসুল হক বাবু- বিশেষ প্রতিনিধি:
বৈষয়িক মহামারী করোনা পরিস্থিতির ভিতর স্বল্প পরিসরে প্রতিবারের ন্যায় ১৮ ডিসেম্বর এবারও পালিত হলো বিশ্ব অভিবাসী দিবস।
বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের উদ্যোগে উপজেলা চত্ত্বর সাভারে পালিত হয়েছে এই দিবসটি। প্রতিপাদ্য বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।
অন্যান্যের মধ্যে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন ও বিজনেস এডভাইজরি কমিটির সদস্য কবি মুহাম্মদ শামসুল হক বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক কর্মকর্তা ইমরান হোসেন শেখ।