আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানববন্ধন
মানববন্ধন

কুড়িগ্রাম পৌর নির্বাচনে স্বাধীনতা বিরোধীর সন্তানকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে ৭১’র স্বাধীনতা বিরোধী শান্তি কমিটির সদস্য করিমল হোসেনের সন্তানকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও নারী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ পৌরবাসী।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব ও নাজিরা খেজুরতল এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের প্রার্থী যাচাই-বাছাইয়ের নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন কাজিউল ইসলাম। পরবর্তীতে তৃণমুলের প্রথম স্থান অধিকারী মোস্তাফিজার রহমান সাজুকে মনোনয়ন না দিয়ে দ্বিতীয় স্থানে থাকা কাজিউল ইসলাম নৌকার মনোনয়ন দেয়া হয়।

এরই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ পৌরবাসী। তারা বলছেন, ০২ জুলাই ১৯৭১ সালে পনির উদ্দিন আহমেদের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট গঠিত শান্তি কমিটির ২০তম সদস্য ছিলেন কাজিউল ইসলামের পিতা করিমল হোসেন।

মানববন্ধনে কাজিউল ইসলামের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বাতিল করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রার্থী ও আওয়ামীলীগ কর্মিকে মনোনয়ন দেয়ার দাবী জানানন।

আরো পড়তে ক্লিক করুন >> কালিয়াকৈরে ভূয়া সার্জেন্ট আটক

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap