আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সার ও বীজ
সার ও বীজ

নেত্রকোণার কেন্দুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নেত্রকোণা প্রতিনিধিঃ

“কৃষক বাঁচলে, দেশ বাঁচবে” নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তারিক আজিজের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও  কৃষকদের হাতে কৃষি প্রণোদনা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন-
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা।
এতে বক্তব্য রাখেন-কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহীদুল হক বাচ্চু, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া রির্পোটার্স ক্লাবের সভাপতি মো: আবুল কাশেম আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন-কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা, সমাজ ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, মাসকা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি রবিউল ইসলাম, প্রেস মিডিয়ার সাংবাদিক মো: রফিকুল ইসলাম, মাঈনউদ্দিন রয়েল, মজিবুর রহমান, কিশোর শর্মা, রুকন উদ্দিন।
এতে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীদের উপস্থিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৩৫০ জন এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ৭৯০ জনের  মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap