আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে পু্কুর থেকে মাছ চুরির অভিযোগ

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতৈলভিটি এলাকায় গত শুক্রবার পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সোমবার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ভোক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে , উপজেলার চাতৈলভিটি সোহাগী টেক এলাকার হযরত আলীকে পুকুর দেখা-শোনার দায়িত্ব দেন জমির মালিক মেরাজ হোসেন। চলতি বছরে বন্যায় পুকুরটি তলিয়ে যাওয়ায় দেশীয় মাছ সহ বিভিন্ন প্রকারের মাছ পুকুরে আসে। পরে গত শুক্রবার একই এলাকার আনিস হোসেন সহ অজ্ঞাতনামা দশ-বারোজন আমার মালিকের পুকুরে অনাধিকার প্রবেশ করিয়া শেলো মেশিন দিয়ে পুকুর সেচ করে প্রায় এক লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চুরি করে নিয়ে যায়। পরের দিন বাড়িতে গিয়ে বিবাদী আনিস কে জিজ্ঞাসা করলে সে খুন জখম করার হুমকি দেয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় সোমবার বিকেলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা রাজীব চক্রবর্তী জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap