পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
রেলপথ মন্ত্রী,সুপ্রীম কোট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি আজ ১৪ নভেম্বর শনিবার সকালে নীলফামারীর চিলাহাটি হতে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেলপথ নির্মান কাজ পরিদর্শন করে ইঞ্জিন ট্রেনে চড়ে চিলাহাটি থেকে হলদিবাড়ি রুটে জিরো পয়েন্ট পর্যন্ত রেল লাইন দেখতে দেখতে যান।
জিরো পয়েন্ট পৌছে মন্ত্রী বাংলাদেশ-ভারত দুই দেশের নির্মিত রেলপথ পরিদর্শন করেন। এসময় ভারতের বিএসএফ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ মন্ত্রী মহোদয়কে সম্মান প্রদর্শন করে ফুলেল শুভেচ্ছা জানান এবং ভারতীয় মিষ্টি প্রদান করেন।
পরে মন্ত্রী জিরো পয়েন্টের মুক্তিরহাট এলাকায় প্রশাসনের কর্মকর্তা,সুধী বৃন্দ ও এলাকার উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। প্রেসব্রিফিং কালে মন্ত্রী রেলের উন্নয়ন,পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।
এসময় মন্ত্রী জানান আগামী ১৬ ডিসেম্বর দুই দেশের প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি হলদিবাড়ি পন্যবাহি রেল চলাচলের উদ্বোধন করবেন। মন্ত্রী আরো জানান,আগামী বছরের ২৬ মার্চ এই পথে যাত্রীবাহি ট্রেন চলাচল শুরু হবে।
মন্ত্রীর আগমনের খবর প্রচার হওয়ায় চিলাহাটি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দুইধারে হাজার হাজার মানুষ দাড়িয়ে মন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মন্ত্রীও তাদের শুভেচ্ছা জানান।
মন্ত্রীর সঙ্গে ইঞ্জিন ট্রেনে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী,৫৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মাহমুদুর রহমান মামুন,ডিভিশনাল রেলওয়ের ম্যানেজার শাহিদুল ইসলাম,প্রকল্প পরিচালক আব্দুল রহিম,এএসপি জয়ব্রত পাল,ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম,বোদাউপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা,ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পদক হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ,সহ সভাপতি গোলাম রহমান সরকার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজু,মন্ত্রীর এপিএস আওয়ামীলীগ নেতা রাসেদ প্রধান সহ বোদা,দেবীগঞ্জ ও ডোমার উপজেলার আওয়ামীলীগ অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী চিলাহাটি রেলওয়ে স্টেশনে আধুনিক মানের চিলাহাটি রেলওয়ে স্টেশন নির্মান কাজের উদ্বোধন করেন। মন্ত্রী চিলাহাটি পৌঁছলে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এই রেলপথটি পরিত্যক্ত হয়ে পড়ে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় যোগ্য কুটনৈতিক সম্পর্কে ও অবদানের জন্য এবং রেলপথ মন্ত্রীর ঐকান্তির প্রচেষ্টায় এই রেলপথটি পুনরায় চালু হতে যাচ্ছে।
এই রেল লাইনটি চালু হয়ে এলাকার আর্থ সামাজিক অবস্থার আমুল পরিবর্তন হবে। ব্যবসা-বানিজ্যে প্রসার ঘটবে। বাংলাদেশের কৃষি পন্য ভারতের বাজারে যাবে আর ভারতীয় পন্য আমদানীতে খরচ কমবে।