আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা,গ্রেপ্তার-১

ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত হলেন, পঞ্চগড়ের দেবীধস থানার হাতিডোবা এলাকার মৃত শুকুর মিয়ার ছেলে এছহাক মিয়া ওরফে কালাম (৫০)।

ওই শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, কালাম কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার শহীদুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া থেকে কাঁচামাল ও মুদিদোকান করে আসছিলেন। গত ২৯ জুলাই বেলা ২টার দিকে ওই শিশু ওই ব্যক্তির দোকানে কাঁচামাল কিনতে যায়। পরে তার দোকান বন্ধ দেখতে পেয়ে সে দোকানদারকে ডাকতে তার ভাড়াটে বাসায় ঢুকে। এসময় একা পেয়ে সুযোগ বুঝে কালাম তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কৌশলে সেখান থেকে ওই শিশু দৌড়ে বাড়ি চলে যায়। ঘটনাটি জানা-জানি হলে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলামিন গত রোববার ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এ সময় ওই নেতাসহ কয়েকজন অভিযুক্ত কালামকে মারধর ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ধামাচাপার বিষয়টি জানাজানি হলেও গত বুধবার রাতে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুপরে গ্রেপ্তারকৃত কালামকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এব্যাপারে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আলামিন জানান, ওই শিশুর ভাই ও কালামের সঙ্গে ঝগড়ার বিষয়টি মিমাংসা করেছি। ধর্ষণের বিষয়টি জানার অভিযুক্ত কালামকে পুলিশের হাতে তোলে দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্ত কালামকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap