কেশবপুর যশোর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ও উৎসবমুখর পরিবেশে বুধবার আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন সকালে আওয়ামী যুবলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও যুবলীগ নেতা আলমগীর সিদ্দিকী টিটো। দোয়া পরিচালনা করেন মাওলানা হাসানুজ্জামান টিটু।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য শাহাদাৎ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেনসহ উপজেলা আওয়ামী যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।