-
- খুলনা, সারাদেশ
- কেশবপুরে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর উদ্যোগে আয়োজিত পঞ্চম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ অনুষ্ঠিত
- প্রকাশের সময়ঃ নভেম্বর, ২, ২০২০, ৫:৫৪ অপরাহ্ণ
- 267 বার পড়া হয়েছে
কেশবপুর যশোর প্রতিনিধি
যশোরের কেমবপুরে সোমবার সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জুনিয়র ও সিনিয়র গ্রুপে প্রায় শতাধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ গ্রহণ করেছে।
জুনিয়র গ্রুপ ৫ জন সেরার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনের দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আবিদ হাসান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া ফাহমিদা প্রমি, প্রত্যায় পাল,ফরহাদ হোসেন ও তাহসিন আরা মিম।
সিনিয়র গ্রুপে ৫ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি কলেজের মোঃ রাকিব হাসান, দ্বিতীয় স্থান অধিকার করেছে কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী দেবিকা বিশ্বাস।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম,অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার, সহকারি অধ্যাপক মছিহুর রহমান প্রমুখ।
বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান,প্রভাষক হারেন্দ্রনাথ বিশ্বাস, নাজমুল হোসেন, মাহবুবুর রহমান টুলু, খাইরুল বাশার।
আয়োজনে – উপজেলা প্রশাসন,।
এ বিভাগের আরো সংবাদ