আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেশবপুরে গলায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার বিকেলে ঝুমুর দেবনাথ (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রহ্মকাটী গ্রামে। সে ওই গ্রামের অসীম দেবনাথের মেয়ে।

 

পুলিশ লাশ হেফাজতে নিয়েছেন।কেশবপুর
থানা সূত্রে জানা যায়  , উপজেলার ব্রহ্মকাটী গ্রামে অসীম দেবনাথের মেয়ে ঝুমুর দেবনাথ (১৩) বৃহস্পতিবার বিকেলে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

পরিবারের লোকেরা তাকে দ্রুত কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

এলাকার লোকজন জানিয়েছেন পারিিবারি কলহের কারণে  ঘটনা টি পুলি পারে। পুলিশশলাশ হেফাজতে নিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা  হয়েছে।

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ যশোর মর্গে প্রেরণ করা হযেছে। রিপোচ আসলে জানাযাবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap