আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের(ধর্ষণের) অভিযোগে মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সাহেবাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মাদ্রাসার আবাসিক শিক্ষক ও ছাত্ররা মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত সাড়ে ১০টার দিকে শিক্ষক আজিজুল হক এক ঘুমন্ত শিশুকে টেনে-হেঁচড়ে তোলেন। পরে ওই শিক্ষকের কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার(ধর্ষণ)করেন।

এরপর ওই ছাত্র কৌশলে ভোরে মাদ্রাসার ছাত্রাবাস থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বিষয়টি তার বাবা মাকে জানালে তার বাবা মাসুদ রানা ছেলেকে নিয়ে থানায় আসেন এবং এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদ্রাসা শিক্ষক আজিজুলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজদিঘী সাহেরার ফুল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদ হোসেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যান।

কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তী জানান, অভিযোগের ভিত্তিতে রাজদিঘী সাহেরার ফুল মাদ্রাসার এক শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap