ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
কালিয়াকৈর উপজেলার সফিপুরে জেসমিন আক্তার নামে এক নারী খুনের ঘটনায় রোববার রাতেই পুলিশ সাবেক শ্বশুর আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। হত্যাকান্ডের ঘটনায় ওই দিন রাতেই নিহতের মা মনোয়ার বেগম বাদী হয়ে শ্বশুর আমিনুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার-পাচঁজনের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।
জানা গেছে, পূর্বচান্দরা এলাকার আমিনুল মিয়ার ছেলে ওমর ফারুকের তালাকপ্রাপ্ত স্ত্রী জেসমিন আক্তারকে গত শনিবার রাতে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন রোববার উপজেলার সফিপুর এলাকার ভুট্ট মিয়ার বাড়ির পেছনের জঙ্গল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বুকের ডানপাশে নিচে দুটি এবং তলপেটে তিনটি চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া নিহতের ডান চোখ উঠানো রয়েছে।
মৌচাকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।