আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে নিখোঁজের ২০ ঘণ্টা পর নারীর লাশ  উদ্ধার

ফজলুল হক,কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ২০ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকার জঙ্গল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসমিন আক্তার (২৬) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঠানপাড়া এলাকার সুলতান উদ্দিনের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,
পূর্বচান্দরা এলাকার ওমর ফারুকের সাথে ৩ বছর আগে তার বিয়ে হয়। গত দুই মাস আগে তাদের মধ্যে তালাক হয়ে যায়। তালাকের পর থেকে বাবা-মায়ের সাথেই থাকতো জেসমিন। সর্বশেষ শনিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল শিয়ালেরটেক এলাকা থেকে নিখোঁজ হয় জেসমিন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের পেছনের জঙ্গল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান,  বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে হত্যার পর জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। হত্যার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap