-
- খুলনা, সারাদেশ
- কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র বিভিন্ন কর্মসূচি গ্রহণ
- প্রকাশের সময়ঃ অক্টোবর, ২১, ২০২০, ১০:২৫ অপরাহ্ণ
- 377 বার পড়া হয়েছে
কেশবপুর যশোর প্রতিনিধিঃ
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টির লক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ বছর দেশে চতুর্থবারের মতো দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের পক্ষ থেকে মহানগর, জেলা ও উপজেলার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসাবে যশোরের কেশবপুর উপজেলায় নিসচা সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ বছরের জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ এর মূল প্রতিপাদ্য “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ”। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের করা হবে। এরপর কেশবপুর বাজারস্থ ত্রিমোহিনী মোড় চত্বরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথ সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই (নিসচা), কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা জনাব নুসরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) জনাব ইরুফা সুলতানা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ জসিম উদ্দিন।
এদিকে সমগ্র অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ হারুনার রশীদ (বুলবুল) ও সদস্য সচিব মোঃ সাগর পারভেজ। এছাড়া ১৮ অক্টোবর বিকালে নিসচা কেশবপুর উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করার লক্ষে ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে উপস্থিত সদস্যবৃন্দ তাদের মতামত প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালে অর্থাৎ ২৭ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”- এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়ে উঠা ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ দীর্ঘ ২৭ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সালের ৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভার বৈঠকে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করা হয়। এ বছর চতুর্থ বারের মতো দিবসটি জাতীয়ভাবে পালিত হবে।
এ বিভাগের আরো সংবাদ