আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যথাযথ মর্যাদায় ইবিতে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন

রাকিব হোসেন, ইবি প্রতিনিধিঃ

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পু্ত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রোববার শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম। পুস্পস্তবক অর্পণ শেষে রাসেলের বিদ্রেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমেদ। এরপর শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে উপাচার্য আব্দুস সালাম কেক কাটেন।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ সহ কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। দোয়া-মাহফিলেও অংশ নেন নেতাকর্মীরা।

রাসেল হল সূত্রে জানা যায়, শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে আজ রাত ৯টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap