আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব উপলক্ষে পঞ্চগড়ের বোদায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা থেকে-

সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১২ অক্টোবর সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি,বোদা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার ওসি আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, লক্ষ্মী রানী রায় , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু,পূজা উদযাপন কমিটির পরেশ চন্দ্র বর্মন উদয় কুমার ঘোষ প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন ।

প্রস্তুতিমূলক সভা বোদা উপজেলার ৮৮ পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। এবারে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap